‘বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা’ আহ্বান সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে গতকাল বিকেল ৪টায়
বিন্নগাঁও পাড়া কমিটির সাধারণ সম্পাদক সাথী সাহার বাসায় সংগঠকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক।
স্বাগত বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শংকরী রানী সাহা। প্রশিক্ষণ প্রদান করেন – সংগঠনের গঠনতন্ত্র ও বাস্তব কাজের ধারা বিষয়ে জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও মূলনীতি বিষয়ে সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার।
সংগঠনের ঘোষণাপত্র বিষয়ে সদস্য অ্যাড. হামিদা বেগম। অংশগ্রহনমূলক ও প্রাণবন্ত এই সাংগঠনিক প্রশিক্ষণে গাইটাল, আলোরমেলা, নগুয়া, বত্রিশ, খরমপট্টি, রথখোলা, বিন্নগাঁও, পুরানথানা, শ্যামলী রোড শাখার প্রতিনিধি ও জেলা কমিটির সদস্য সহ মোট ২৮ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে তরুণী সদস্য ছিলেন ৩ জন। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ করেন তরুণী ফাইজা জামান। প্রেস বিজ্ঞপ্তি।