প্রতিনিধি, পাকুন্দিয়া, ক.ম মুহিবুল্লাহ বচ্চন : পাকুন্দিয়ায় ন্যায্যম‚ল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আগামী পনের দিনব্যাপী এই কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন উপস্থিত থেকে ন্যায্যম‚ল্যে পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন। পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা সদর ঈদগাহে এই নিত্য পণ্যসামগ্রী বিক্রি করা হয়।
প্রথমদিনে আলু, বেগুন, ডিম, ডাল, চিনি, ডাঁটা ন্যায্যম‚ল্যে বিক্রয় করা হয়। এতে আলু ৬০ টাকা কেজি, ডিম ৪৮ টাকা হালি, বেগুন ৬৫ টাকা কেজি, ডাল ১২০ টাকা কেজি করে বিক্রি করা হয়।
শুরুর দিনে ২০০ জনকে ৩ হালি করে ডিম, ২ কেজি আলু, ১ কেজি করে অন্যান্য নিত্যপণ্য দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও বেশকিছু পণ্য এই তালিকায় যুক্ত হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ন‚র-এ আলম।
তিনি আরও জানান, কৃষকের কাছ থেকে সরাসরি সবজি এনে কম ম‚ল্যে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এছাড়া ফার্ম থেকে সরাসরি ডিম এনে ন্যায্যম‚ল্যে আমরা বিক্রি করছি, এতে কৃষক সঠিক দাম পাচ্ছে এবং ভোক্তারাও কম দামে কিনতে পাচ্ছে।
এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থেকে এ কার্যক্রমে সহায়তা করেন।