প্রতিনিধি, বাজিতপুর, হোসেন মাহবুব কামাল : বাজিতপুরে কিশোরগঞ্জ-৫ আসন বাজিতপুর-নিকলী থেকে নির্বাচন করার অভিপ্রায়ে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা গতকাল বৃহস্পতিবার রূপসী কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন। রাষ্ট্রপতি পদে নির্বাচন করা সৈয়দ সিরাজুল হুদার ছেলে তিনি।
লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, লুটপাটের রাজনীতি থেকে উত্তরণের জন্য এবং দীর্ঘদিনের অবহেলিত বাজিতপুর নিকলীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি তার প্রচারণায় সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেডে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি নির্দেশনা লিপি পেস করেন।
তাতে বাজিতপুর নিকলীতে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে এই আসনে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ প্রধান করার জন্য উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ সকল বিএনপির নেতাকর্মীদের আহবান রয়েছে।
তিনি জাতীয়তাবাদী দল বিনপির টিকেটে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটি যদি চুড়ান্ত পর্যায়ে যেই কাউকে মনোনয়ন দেন, তাহলে আমি তার নির্বাচনই করবো।