স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ হৃদয় (৩৯) ও সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল মো. ফয়সাল আহম্মেদকে নতুন জেলখানার মোড় থেকে এবং কাজল মিয়াকে পাঠানকান্দি এলাকা থেকে গ্রেফতার করে।
গত ৪ আগস্ট বিকালে জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনায় মো. কামরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. আশরাফুল কবির জানান, এই মামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে উভয়কে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।