স্টাফ রিপোর্টার, বাজিতপুর (কিশোরগঞ্জ) হোসেন মাহবুব কামাল : যারা পতিত ফ্যাসিবাদের দোসরদের সাথে গোপনে হাত মিলিয়ে হামলা মামলা ও লুটপাটে লিপ্ত, তারা কেউ বিএনপি’র নেতাকর্মী হতে পারে না। আমরা এসব অপকর্ম প্রতিহত করবোই।
গতকাল শুক্রবার বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কৈলাগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
তিনি আরও বলেন, বাজিতপুর, নিকলী তথা কিশোরগঞ্জ-৫ আসনের নমিনেশন পাওয়ার জন্য অনেকেই মিথ্যা প্রচারনায় লিপ্ত। আমি বলতে চাই, নমিনেশন দেওয়ার একতিয়ার একমাত্র দেশের ভবিষ্যত কান্ডারি জননেত তারেক রহমানের হাতে।
কৈলাগ ইউপি বিএনপি’র সভাপতি মোঃ সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা এিনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইস্রাফিল মিয়া, বাজিতপুর বিএনপি’র মহাসচিব মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক আবুল ফজল হোসেন, মুস্তফা আমিনুল হক, মোহাম্মদ আলী, মোঃ ফুটন, নিকলী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মোঃ মানিক, সাইফুল ইসলাম, মোঃ লিটন ভূইয়া, নুরুল ইসলাম, আব্দুল করিম, রানা সিকদার প্রমুখ।