বার্তা সম্পাদক, এম এ আকবর খন্দকার : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান। জেলা সমবায় অফিসার শাহানারা হাসিনের সভাপতিত্বে ও সরেজমিন তদন্তকারী মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শরিফুল ইসলাম, রেজাউল করিম, এস. ডি. এফ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা খান।
আলোচনা শেষে সর্বোচ্চ সমবায় তহবিল প্রদানকারী ৩ জনকে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।