প্রতিনিধি, বাজিতপুর, হোসেন মাহবুব কামাল : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি’র সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর ছেলেদের ও ভাইয়ের বিরুদ্ধে আনিসুর রহমান গংরা বিভিন্নভাবে মিথ্যাচার করায় গতকাল শনিবার সন্ধ্যায় তারা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।
উক্ত সভায় জলমহালের প্রকৃত ইজারাদার কাউমের বাউলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা গত ০৪/০৯/২৪খ্রি. তারিখে আবুবকর ছিদ্দিক ডালহুসি গংদের সাথে স্ট্যাম্পে লিখিতভাবে স্বতঃপ্রণোদিতভাবে হিস্যা অনুযায়ী চুক্তিতে সম্মত হয়ে জলমহাল বাইস করে আসছি। তিনি সকলকে লিখিত চুক্তিপত্র প্রদান করেন।
এই বিষয়ে সাবেক এমপি তনয় মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, গত ২৮ তারিখে দৈনিক সমকালের ৭ম পৃষ্ঠায় আমাকে, আমার ছোট ভাই সুমনকে ও চাচা আবুবকর ছিদ্দিকের নাম উল্লেখ করে একটি প্রতিবেদন ছাপালে আমরা সম্পাদক বরাবর প্রতিবাদ লিপি পাঠাই। আমরা কখনো কোনো প্রকার জোরজুলুমে বিশ্বাসী না।
আমার বাবা তিন বারের ইউপি চেয়ারম্যান, দু’বারের এমপি ছিলেন। কিন্তু আপনারা দেখেন আমাদের টিনের ঘরে পানি পড়ে। আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদীদলের জন্য সততা, নিষ্ঠা নিয়ে কাজ করে যাব। আনিসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা ফজলুর রহমান, এবং আবুবকর ছিদ্দিক ডালহুসি।