ভ্রাম্যমাণ প্রতিনিধি, আবু জামান খোকন : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া পিপি, জিপি, স্পেশাল পিপি, এজিপি ও এপিপিগণ আজ রবিবার (৩ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করে সরকারি কৌসূলী হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। নিয়োগ পাওয়া একাধিক আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সাবেক পিপি ও বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট মো. জালাল উদ্দিন, জিপি পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট জালাল মো. গাউস,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট এ.এম.সাজ্জাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর স্পেশাল পিপি নিয়োগ পেয়েছেন তরুণ রাজনীতিবিদ এডভোকেট মোশারফ হোসেন।
এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ৬৫ জন, জেলা জজ আদালতে অতিরিক্ত কৌসূলী পদে ১ জন, জেলা জজ আদালতে সহকারী কৌসূলি পদে ১০ জন এবং বাজিতপুর চৌকি আদালতে সহকারী কৌসুলি পদে ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে গত ৩০.১০.২৪ তারিখ জারিকৃত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ প্রদান করা হয়।