স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : যাত্রীর স্বজনদের হামলায় কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনে এই হামলার ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে কিশোরগঞ্জ-ভৈরব লাইনে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধসহ কিশোরগঞ্জ রেলস্টেশনের সকল কার্যক্রম বন্ধ ছিল।
পুলিশ ও রেলস্টেশনসূত্রে জানা যায়, স্টেশনমাস্টার খলিলুর রহমান সস্ত্রীক আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে কিশোরগঞ্জ আসার জন্য ভৈরব থেকে উক্ত ট্রেনের ‘খ’ বগির একটি ডাবল কেবিনে ওঠেন। উক্ত কেবিনে আগে থেকেই এক নারী বসা ছিল।
উক্ত নারী তাদের টিকিট কাটা আছে কিনা জানতে চাইলে খলিলুর রহমান নিজেকে রেলওয়ের স্টাফ হিসেবে পরিচয় দেন এবং তাড়াহুড়োর কারণে টিকিট কাটতে পারেননি বলে জানান।
পরবর্তী কুলিয়ারচর স্টেশনে ট্রেন থামার পর টিকিট কেটে পুনরায় স্টেশনমাস্টার-দম্পতি কেবিনে ওঠেন। এসময় উক্ত নারী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করাসহ তর্ক-বিতর্কে লিপ্ত হন এবং মোবাইলে তার আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেন।
বেলা ১২টার দিকে এগারসিন্দুর ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছার পর ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই উক্ত নারীর ভাইয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী খলিলুর রহমানের ওপর ঝাঁপিয়ে পড়েন।
তারা খলিলুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ও স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মোট পাঁচজন আসামিকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।