প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একাধিক মামলার এজহারভূক্ত আসামি নারান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (৪৫) এবং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা রুবেল (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত পৌনে আটটার দিকে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-০১ সিপিএসসির একটি দল।
গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (ভিপি শফিক) উপজেলার নারান্দি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের মনোনীত সাবেক ভিপি এবং দীর্ঘদিন থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এছাড়াও গ্রেফতারকৃত বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল উপজেলার পুটিয়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
র্যাবের কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির দু’জনের গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর মো. মোস্তুফা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাতে মো. শফিকুল ইসলামকে ৪ নং এবং মো. নাজমুল হুদা রুবেলকে ৯ নং আসামী হিসেবে এজহারভূক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে ২০ জুলাই দিনব্যাপী পাকুন্দিয়ায় আন্দোলনকারীদের সাথে আইনশৃংখলা বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যপক সংঘর্ষ হয়। এ সময় শতাধিক ছাত্র-জনতা আহত হয়। গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাদের পাকুন্দিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।