সিপিবি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে লাখাই বাজার বটতলা ও বুল্লা বাজারে শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা পালিত হয়।
বক্তব্য রাখেন- জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জন কুমার রায় ও কাজল চক্রবর্তী। সমাবেশে বক্তাগণ দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু,
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে সম্পৃক্ত করে অবাধ, সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
শুধু চেহারা এবং ক্ষমতার হাত বদল নয় প্রকৃত গণতন্ত্র, সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।