মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় কোরআনের সবক ও দায়া অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটি কেন্দ্রে ছাত্রছাত্রীদের কোরআনের সবক-প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মীরবাড়ি জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আরম্ভ করে দুই ঘন্টা ব্যাপী ছাত্রছাত্রীদের কোরআন তেলায়াত, মাসনুন দোয়ার প্রতিযোগিতা, হামদ-নাত ইত্যাদির মাধ্যমে কোরআনের সবক অনুষ্ঠান আরম্ভ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজলীয়া মীরবাড়ি জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ক. ম মুহিব্বুল্লাহ (বচ্চন)।

ইসলামী ফাউন্ডেশনের হিজলীয়া মীরবাড়ি জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হযরত আবু হুরাইরা রাঃ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি রাকিব বিন শওকত, হাফেজ মাওলানা আবদুর রহিম, চরফরাদী ৬ ওয়ার্ডের ইউপি সদস্য মো. রজব আলী, প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো. তাহের উদ্দিন, ডা. হাশেম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শেষ দিকে ছাত্রছাত্রীদের কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty