আজ বাসদ’র সাবেক আহŸায়ক, আমৃতু বিপ্লবী, বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হক-এর ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ‘আ ফ ম মাহবুবুল হক স্মৃতি সংসদ’-এর উদ্যেগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল ১০টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, বিশিস্ট শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, শ্রমিক নেতা হারুনুর রশীদ ভূইয়া,
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্মৃতি সংসদের সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন। সভাপতিত্ব করবেন স্মৃতি সংসদের আহŸায়ক সাংবাদিক আবু সাঈদ খান। প্রেস বিজ্ঞপ্তি।