প্রতিনিধি, মিঠামইন (কিশোরগঞ্জ) : মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নে গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খান আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠান গতকাল রবিবার মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- সাবেক সুপার মোঃ আইয়ুব আলী, উদ্দিন সিনিয়র শিক্ষক মো: নাসির, সহকারী শিক্ষক মোঃ আশরাফ আলী, মোঃ মফিজ উদ্দিন, একেএম শহিদুল্লাহ, মোঃ শমসের আলী (কারী)।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মোঃ রইছ উদ্দিন, সহকারী সুপার মোঃ আশরাফ আলী, সহকারী শিক্ষক (গণিত) মোঃ ফখরুল ইসলাম, সহকারী শিক্ষক (ইংরেজি) মিরাজ হোসেন, সরকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আসাদুল্লাহ।
বক্তাগণ ভাটি বাংলায় শিক্ষা বিস্তারে এই মাদ্রাসার অবদানের কথা তুলে ধরার পাশাপাশি বিগত দিনে মাদ্রাসাটি উপজেলা ও জেলা পর্যায়ে সুনাম অর্জনের কথাও বলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, মনোরম ইসলামী সংগীত পরিবেশন, আলোচনা পর্ব, উপহার সামগ্রী প্রদান ও দোয়া মাহফিল।