স্টাফ রিপোর্টার, মিঠামইন (কিশোরগঞ্জ) বিজয় কর রতন : বিগত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাবেক ডি.আই.জি হারুন অর রশিদ এর প্রেসিডেন্ট রিসোর্টে রয়েল ইনফিল্ড ক্লাসিক ৩৫০ সি সি’র একটি মোটর সাইকেল অক্ষত অবস্থায় রিসোর্টের পড়ে থাকতে দেখে ছাত্র আন্দোলনের সদস্যরা, যার লট নং- ৩৩৬/১১।
ঐ মডেলের গাড়িটি গত ৭ অক্টোবর মিঠামইন হেলিপ্যাডের নিকট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা দেখতে পেয়ে আটক করে এবং প্রকৃত মালিকানা ও বৈধ কাগজ পত্র রয়েছে কিনা যাচাই করে দেখার জন্য গাড়িটি মিঠামইন থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো: রাসেল শিকদার বাদী হয়ে মিঠামইন থানায় একটি আবেদন করেন। আবেদনে একই উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এনামুল হক, পিতা কাশেম মিয়াকে বিবাদী করা হয়।
বাদী জানায়, বিভিন্ন সময় উক্ত কাশেম চোরাই গাড়ি এলাকায় এনে বিক্রি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। অনেক সময় বাহির থেকে গাড়ি এনে এলাকায় ভুয়া কাগজ তৈরি করে বিক্রি করার ঘঠনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দাবী প্রকৃত মালিককে কাগজ পত্র যাচাই করে যেন গাড়িটি হস্তান্তর করাহয়।