প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালণা করেন নিকলী জি.সি.পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইমরান রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরাধন কুমারদেব।
এ সময় উপস্থিত ছিলেন নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, জারইতলা স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বাদল, নিকলী জি.সি.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দিন, ছাতিরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মানিক চৌধুরী, শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন আলী, ইউ ডি এফ দুর্গা রানী সাহা, উপজেলা তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসি মনি সহ সকল স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে উপযোগী করে গড়ে তুলতে বড় ভ’মিকা পালন করে।