বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ-শ্রমিক ইউনিয়ন মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭ Time View

পৌর এলাকার যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আমন্ত্রিত হয়ে যোগদান করেন রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সভায় সংগঠনের পক্ষ থেকে তারা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

সভায় নেতৃবৃন্দ বলেনÑ শহরে যানজট নিরসনের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়নসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২ হাজার রিক্সা শ্রমিক ও গ্যারেজ মালিককে লাইসেন্স অথবা নাম্বার প্লেট প্রদান করা হউক। আমাদের কাছে থাকা তথ্যমতে এ মুহুর্তে শহরে প্রতিদিন প্রায় ৫ হাজার রিক্সা চলাচল করছে। সেখানে এ সংখ্যাকে ২ হাজারে নামিয়ে আনতে পারলে হবিগঞ্জ শহরে যানজট অনেকটাই কমে আসবে।

এছাড়া প্রকৃত শ্রমিকদের বাছাই করে টিসিবি প্রকল্পে নিয়ে আসা ও শ্রমিকসহ তাদের পরিবারবর্গকে স্বল্প খরচে চিকিৎসার সুযোগ দিতে হবে। সভায় নেতৃবৃন্দ আরও বলেনÑ বিগত পাঁচ বছর যাবৎ রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ঈদ ও দুর্গাপূজার মৌসুমে এবং অন্যান্য সময়ে পৌর এলাকার রিক্সা চলাচলে শৃৃঙ্খলা আনার কাজ করে যাচ্ছে।

গত ১৩ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে,

পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ, ট্রাফিক পরিদর্শক জিয়াউদ্দিন খান, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার, টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পক্ষে সভায় অংশ নেন সংগঠনটির সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবুল হাসেম, পলাশ চৌধুরী, সিদ্দিকী হারুন, আলমগীর মিয়া, এনামুল হক, স্বপন গোপ, মারফত আলী, আবদুল কাইয়ুম, খলিলুর রহমান, সুমন মিয়া, মহিবুর রহমান, জিলু মিয়া. শিজিল মিয়া, বজলু মিয়া, আবদুল মান্নান, আনসার আলী, আলীমুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty