স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের উদ্যোগে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হিলচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ব্যাংকার আমিরুজ্জামান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী শামসুল আলম সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা পশ্চিম জামায়াতে সদস্য ইঞ্জিনিয়ার আতাউর রহমান আজাদ, কিশোরগঞ্জ সদর উপজেলা অমুসলিম শাখা সেক্রেটারী কৃষ্ণ চন্দ্র বসাক।
বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডা. ইয়াকুত আলী, সেক্রেটারী মাওলানা মোবারক উল্লাহ, সহকারী সেক্রেটারী নুরুজ্জামান আশরাফ, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির, বাজিতপুর উপজেলা শিবির সেক্রেটারী হিজবুল্লাহ, হিলচিয়া ইউনিয়ন শিবির সভাপতি আলি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম ভূইয়া।
প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে এই স্বৈরাচার পতনের পর আগামী দিনের বাংলাদেশ হবে দূর্নীতি মুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে। দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে আরো ত্যাগ স্বীকার করতে হবে। অন্তর্বতী সরকার সংস্কার শেষ করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিবে বলে আমরা বিশ্বাস করি।