প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) মুহিব্বুল্লাহ বচ্চন : নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর বাংলা অগ্রাহায়ণ মাসের ১ম দিন আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে।
এ উপলক্ষে হারিয়ে য়াওয়া গ্রামীণ ঐতিহ্য ‘কপালে গামছা বেঁধে ও মাথায় বাশের তৈরি টুপি’ পড়ে আমন ক্ষেতে ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসব শুরু করা হয়। এসময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন উপস্থিত থেকে নিজে ধান কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা নতুন বাজার এলাকায় আঙ্গিয়াদী, খামা বøকের কৃষকদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়। সভায় বোরো আবাদের জন্য কৃষকদের সরকারী বিভিন্ন সহযোগিতার কথা বলা হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম কৃষকের অতীত এবং বর্তমানের বিভিন্ন অবস্থা তুলে ধরেন।
তিনি জানান, আগামী বোরো মৌসুমে সরকারী ব্যবস্থাপনায় খামা এবং আঙ্গিয়াদী গ্রামের ৫০ একর জমিতে মেশিনের সাহায্যে ধানের চারা রোপন করা হবে। বীজতলা থেকে শুরু করে চারা রোপন করা পর্য়ন্ত কৃষক বিনামূল্য সকল সুবিধা পাবেন। আর এতে প্রাথমিকভাবে ৪ হাজার পাঁচশত প্লাষ্টিকের তৈরি ট্রেতে মেশিনের সাহায্যে চারা রোপনের প্রস্তুতি নেয়ার কথা বলেন।
পস্তুতিমূলক সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। এসময়
নারান্দী-আগরপাট্রা ব্লকের উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম শামীম, কৃষি সম্প্রসারণ পাকুন্দিয়া অফিসে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।