স্টাফ রিপোর্টার : গতকাল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর গ্রামে ফয়জুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামি মাহফিল মাদ্রাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়াতুল উলূম আল ইসলামিয়া লালখান বাজার চট্টগ্রামের নায়েবে মুহতামিম মাওলানা জালালুদ্দিন মিয়া।
ইসলামী মাহফিলে বক্তব্য রাখেন- শায়খুল হাদিস মুফতি জসিম উদ্দিন রহমানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী সহাসচিব মওলানা মূসা বিন ইজহার চৌধুরী, মওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি আতিকুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরই জাঁকজমক পূর্ণভাবে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেণ্য আলেমগণ বক্তব্য রাখেন।