মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

কটিয়াদীতে নকল নবীশদের কলম বিরতিতে ভোগান্তিতে গ্রাহক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪ Time View

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের কলম বিরতি পালন উপলক্ষে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের কলম বিরতি পালিত হয়েছে। তাতে চরম ভোগন্তিতে পড়েন সেবা গ্রহিতাগণ।

গতকাল মঙ্গলবার কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, সারা দেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত বৈষম্যের স্বীকার নকল নবিশদের চাকুরী জাতীয়করণের ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন কর্মরত ২৮ জন নকল নবীশ। এতে করে দলিলের নকল নিতে আসা ব্যক্তিরাপড়ন চরম ভোগান্তিতে।

কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলের নকল নিতে আসা মোছাঃ মাকসুদা আক্তার মুক্তি জানান, গত ২/৩ বছর আগে একটি জায়গায় রেজিস্ট্রি করেছি, জমি খারিজ করার জন্য দলিলের নকলের আবেদন করেছি। কিন্তু নকল নবীশদের আন্দোলন চলমান থাকায় দলিলের নকল পাচ্ছি না।

জমা খারিজও করতে পারছিনা। জানিনা কতদিন পরে দলিলের নকল পাবো, অফিসের কেউ তা বলতে পারছেন না। শুধু আমি নই, সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিদিন আসা শত শত মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। নকল না পাওয়ায় মানুষ নানা বিড়ম্বনার মধ্যে পড়েছে।

দাবী বাস্তবায়ন সমন্বয়ক কমিটি ও বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলাল বলেন, বৃটিশ আমল থেকেই সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে নকল নবীশরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারই আমাদের চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দিয়ে বছরের পর বছর কালক্ষেপণ করেছেন। কিন্তু কেউ আমাদের সাথে কথা রাখেন নি।

তাই আমাদের যুক্তিসংগত দাবি আদায়ের লক্ষে সারাদেশে কর্মরত নকল নবীশরা দাবি আদায়ে রাজপথে নেমেছে। আমরা আর কোন আশ্বাস চাই না। এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা আর ঘরে ফিরবো না। বিগত ৩০ দিন যাবৎ ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশজুড়ে কলম বিরতি চালিয়ে আসছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

সমন্বয়ক কমিটির সদস্য সচিব সালমা আক্তার টুটুল বলেন, আমাদের চাকুরী স্থায়ী করণের দাবিতে সারা দেশে কর্মরত বৈষম্যের স্বীকার নকল নবীশগণ কলম বিরতি পালন করছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কলম বিরতি পালন করবো।

কলম বিরতি পালন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সালমা আক্তার টুটুল, মোঃ কবীর উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, নাজমা আক্তার, শরীফা আক্তার, পারভীন আক্তার, রফিকুর ইসলাম, খাদিজা আক্তার, জবা কুসুম, মনিরা পারভীন মুন্নী, নাহিদা আক্তার, শারমিন সুলতানা, ছালমা আক্তার-২, লুৎফুনিছা, তাহিরা বেগম, তাহমিনা আক্তার, মোমেনা আক্তার-২, ফাইজুন্নাহার, মরিয়মনেছা, সামসুন্নাহার মরিয়ম আক্তার শামসুন্নাহার জরিনা প্রমুখ।

কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির সাবেক সভাপতি বলেন, নকল নবীশগণের চাকুরী স্থায়ী করণের যে দাবি তা অবশ্যই যুক্তিসংগত। কিন্তু এই আন্দোলন দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে জনসাধারণ ভোগান্তির স্বীকার হচ্ছেন। এ অবস্থায় মহাময়িম সরকারের আশু পদক্ষেপ নেওয়া জরুরি।

কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু বলেন, কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসসহ সারাদেশে চলমান নকল নবিশদের চাকুরী স্থায়ী করণের দাবির সাথে একমত পোষণ করছি। তাদের দাবির বিষয়ে দ্রæত সমাধানের জন্য বর্তমান সরকারের নিকট জোরদাবী জানাচ্ছি।

কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির আহবায়ক গোলাম ফারুক চাষী বলেন, সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মরত নকল নবীশগণ বৈষম্যের স্বীকার। তাদের চাকুরী জাতীয় করণের যে দাবি তা যৌক্তিক। নকল নবীশদের চাকুরী জাতীয়করণের যৌক্তিক দাবির সাথে আমি একমত।

কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার এস.এম রুবেল পারভেজ বলেন, সারা দেশের ন্যায় কটিয়াদীতেও নকল নবিশগণ তাদের চাকুরী স্থায়ী করণের দাবীতে কলম বিরতি পালন করছে এতে সেবা গ্রহিতাগণ তাদের কাঙ্খিত নকল সম্পর্কিত সেবা পেতে ভোগান্তির স্বীকার হচ্ছে।

দলিলের নকল না পাওয়ায় অনেকে জমি খারিজ করতে পারছেন না। খারিজ না করতে পারায় জরুরি প্রয়োজনে বিক্রয় করা জমি রেজিস্ট্রি দিতে পারছেন না অনেকেই। যে কারণে এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে সরকারের দ্রæত উদ্ভূত সমস্যার সমাধান করা জরুরি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty