স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন।
ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে নিয়মিত সাঁতার প্রশিক্ষণে অংশ নেয়া প্রতিভাবান ৭০ জন বালক এবং বালিকাদের নিয়ে আয়োজন করা হয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। ময়মনসিংহে সাঁতারের জনপ্রিয়তা বাড়াতে এবং নতুন ছেলে-মেয়েদের সাঁতার শেখানো উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
তিনি আরো জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রতিভাবান খেলোয়াড় এবং জেলার প্রতিভাবান সাঁতারুদের নিয়ে অচিরেই মাসব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করা হবে।