ইটনা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা নুরপুর ডি ডি মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন, রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক জন্টু রায়,
ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি, মাওলানা তাজুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সদস্যগণ বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।