হাওর উপজেলা মিঠামইনে পপি দিশারী প্রকল্প কর্তৃক আয়োজিত দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা বাস্তবায়নে এডভোকেসী কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রকল্প সমন্বয়কারী পপি ষিপৎ প্রকল্প (কিশোরগঞ্জ) কর্মশালার উদ্দেশ্য ও পরিকল্পনা সমূহের উপর বিস্তারিত আলোচনা করেন সত্যেন্দ্র নাথ মিত্র। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রেজিলিয়ান্স কর্মকর্তা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল (কিশোরগঞ্জ) মোঃ কামরুল ইসলাম এবং প্রককল্প বাস্তবায়ন কর্মকর্তা, মিঠামইন মো তাজুল ইসলাম।
নিকলী, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলা নিয়ে কিশোরগঞ্জ প্রকল্প এলাকা গঠিত। মিঠামইন উপজেলার বৈরাটি, কাটখাল, কেওয়ারজোড় ও ঢাকী এই চারটি ইউনিয়ন নিয়ে এ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের উদ্দেশ্যাবলী- ১/ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্য এবং সহনশীলতা সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি। ২ /দুর্যোগ মোকাবেলা ও লক্ষিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি।
৩/ লক্ষিত জনগোষ্ঠীর ৫০ ভাগ নারী ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ যৌন প্রজনন, স্বাস্থ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ)। ৪/ প্রকল্প এলাকার স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। ৫/ বিভিন্ন সামাজিক সংগঠনের নারী সদস্যদের প্রতিনিধিত্ব সৃষ্টি। এ গুরুত্বপূর্ণ কর্মশালায় উপস্থিত ছিলেন জিও ও এনজিও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, দলনেত্রী ও সাংবাদিক। প্রেস বিজ্ঞপ্তি।