প্রতিনিধি করিমগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালি থেকে মিঠামইন সদর পর্যন্ত প্রস্তাবিত উড়াল সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করিমগঞ্জের গুণধর ইউনিয়নের খয়রত মোড়ে এ মানববন্ধন পালিত হয়। হাওর এলাকাবাসী ‘ব্যানারে সম্মিলিতভাবে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও গণতন্ত্রী পার্টির নেতারা।
করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মো: হেদায়েত উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- গুণধর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমেদ জাহেদ, গুণধর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, গুণধর ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি নজরুল ইসলাম, গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম,
বিএনপি নেতা ও উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য জুনায়েদ কবির, গুণধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি আবু সজিব,পশ্চিম ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েত উল্লাহ। উরদিঘী (মরিচখালী), বাজার বণিক ভিটমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গুণধর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন।
বক্তারা বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর সংবাদ প্রকাশিত হচ্ছে- মিঠামইন ও করিমগঞ্জ হাওরের উড়াল সড়কসহ বিগত সরকারের মন্ত্রী-এমপিদের সব ইচ্ছা পূরণের প্রকল্প বাতিল করা হবে। অথচ প্রস্তাবিত উড়াল সড়কটি কিশোরগঞ্জ তথা সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
এটি নিমার্ণের পর পাশ্ববর্তী হবিগঞ্জের সঙ্গে সংযোগ স্থাপন করলে উত্তরবঙ্গ থেকে বৃহত্তর সিলেট অঞ্চলে যেতে অন্তত দেড়শ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এই উড়াল সড়কটি হাওরে কৃষি পণ্য পরিবহন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যসহ দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারে।
কিন্তু একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকল্পটি আটকে দিতে চাইছে। বক্তারা অবিলম্বে উড়াল সড়কের নিমার্ণ কাজ শুরু করার জন্য সরকারের কাছে দাবি জানান। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন থেকে করিমগঞ্জের গুণধর ইউনিয়নের মরিচখালী পর্যন্ত ১৫ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ এবং ১৭ দশমিক ১৫ মিটার প্রস্থ চার লেনের একটি উড়াল প্রকল্প গ্রহণ করেছিল গত আওয়ামী লীগ সরকার।
প্রকল্পটির নামকরণ করা হয় কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্প। গত বছর এক একনেকের একটি সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ৫ হাজার ৬১৫ কোটি টাকা নির্মাণ ব্যয়ের এ প্রকল্পটির বাস্তবায়ন কাল ধরা হয়েছে গত বছর ১ মার্চ থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। মানববন্ধন সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ।