মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবিধান সংস্কার না হলে আপনি নিজেওফ্যাসিস্ট হয়ে যাবেন: অলিক মৃ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার :
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অলিক মৃ বলেছেন, যে সংবিধান রয়েছে সেই সংবিধান থাকলে আপনি নিজেও ফ্যাসিস্ট হয়ে যাবেন। তাই আমরা মনে করছি সেই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান ফ্যাসিস্ট তৈরী করে সেই সংবিধান আমরা মানিনা। আমরা নতুন সংবিধান রচনা করতে চাই। যেই সংবিধানে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। যেই সংবিধানে আপনার আমার সাধারণ মানুষের অধিকারের কথা থাকবে।
গতকারল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারে সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টকে উৎখাত করতে পারলেও দুঃখের বিষয় ফ্যাসিবাদি ব্যবস্থা ঠিক করতে পারি নাই। যার ফলে রাষ্ট্র যন্ত্র ঠিকভাবে চলছে না। আজকে আপনাদেরকেও যদি উপদেষ্টা করা হয় আপনারাও পারবেন না। কারণ সেই ব্যবস্থাটা রয়ে গেছে। একমাস-দুইমাসে সেইটা ভাঙতে পারবেন না। ১৬ বছরের যে কাঠামো সহজে ভাঙা যাবে না। যার ফলে এই ব্যবস্থাটাকে বিলুপ্ত করার জন্য ছাত্র-জনতা যারা নাগরিক রয়েছি তারা ঐকবদ্ধ্য হওয়ার চেষ্টা করছি। জুলাইয়ের যে স্পীট তা ধরে রাখতে হবে।
মনে রাখবেন, অনেকে অনেক কথা বলেন, আপনারা বিগত ১৬ বছর আন্দোলন করেছেন ওই ফ্যাসিস্ট (আওয়ামী লীগ) কে উৎখাত করতে পারেন নাই। ছাত্র জনতা দুই হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে। তার বিনিময়ে আমরা গণঅভ্যুত্থান করেছি ফ্যাসিস্টকে উৎখাত করেছি। আজকে যেই সরকার তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন। তাকে সেখানে বসিয়েছি।
অলিক মৃ বলেন, আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন গঠন করা হলো সেই কমিশনকে কাজ করার সময় দেয় নাই। ওই কমিশন ৩১ ডিসেম্বর সংস্কারের রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো। তার মানে কি দাড়ালো, নিজেদের মধ্যে দ্বন্ধ তৈরী হলো। একদিকে নির্বাচন সংস্কারের কথা বলছেন অন্য দিকে নির্বাচন কমিশন ঘোষণা করে দিলেন। দুইটায় সাংঘর্ষিক বিষয়। সুতরাং আমরা বলে দিতে চাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে তাদের সাথে আপনারা েেঈমানি করতে পারেন না। বেঈমানি করতে দিবো না কাউকে। আগে দেশকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রের সকল সেক্টরকে সংস্কার করতে হবে এবং নির্বাচন পরিষদকে আর ভালোভাবে সাজাতে হবে। আওয়ামী লীগের আইন দিয়ে নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মানবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যতক্ষণ পর্যন্ত সংস্কার ও পুনর্গঠন না হবে এই বাংলার মাটিতে নির্বাচন হবে না। এমন হলে দিনের ভোট আবার রাতেই দিয়ে দেবে। আপনার ভোট আপনি দিবেন। ওই মৃত ব্যক্তি যেন ভোটকেন্দ্রে না আসতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি। আমরা সকলেই অধিকার নিয়ে কথা বলতে চাই।
অনেক লীগ গিয়েছে এখন দেখছি ইসকন লীগ আসছে। ওই ইসকন লীগ আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশে হিন্দুত্ববাধ, মৌলবাদ এসব তৈরী করার কারখানা বাংলাদেশে জায়গা হবে না। বাংলাদেশ সকলের হবে। ওই ইসকন লীগ দিয়ে আমাদের ভয় দেখাবেন না। ওই দিল্লীতে বসে বাংলাদেশকে শাসন করতে আসবেন না। বাংলাদেশ শাসন করবে বাংলাদেশের জনগণ। এই দেশ স্বাধীন রাষ্ট্র, ইন্ডিয়ার কোন প্রদেশ না। মনে রাখবেন বাংলাদেশ থেকে ওই লীগ শব্দটা ২৪শে চিরতরে মুছে দিয়েছি। আর কোন লীগ বাংলাদেশে আসতে পারবে না।
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সাঈদ উজ্জ্বল, প্রতিনিধি খাইরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাকিল মিয়া, রামপুরার প্রতিনিধি আব্দুর রব, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, অ্যাডভোকেট এস এম শওকত কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty