ইটনা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বিশুদ্ধ পানির চাহিদা মিটাতে মৃগা ইউনিয়নের লাইমপাশার সুলতানা বেগম, আশ্রব আলী, আব্দুল কাদির, আলী আকবর ও রওশন আলী গত অর্থ বছরে জনস্বাস্থ্য অফিস থেকে সরকারি ভাবে একটি করে টিউবওয়েল পান। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় নলক’পগুলো স্থাপনের পর থেকে বিকল হয়ে পড়ে আছে। পানি না ওঠায় কোন কাজে আসছে না। এ ব্যাপারে সুলতানা বেগমে স্বামী মো: আলা উদ্দিন বলেন, বার বার ইটনা উপজেলা জনস্বাস্থ্য অফিসে যোগাযোগ করেও কোন সমাধান মিলেনি। ইটনা উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: শাহীন আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অত্র উপজেলায় দুই মাস হয় যোগদান করেছি, তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ প্রদান করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।