স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র (ডিপিএফ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ নভেন্বর) বিকেলে জেলা শহরের পুরান থানাসহ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্বপ্রণোদিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী।
সেক্ট্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংগ্রহণ করেন ডিপিএফ মেন্বার এম এ আকবর খন্দকার, জাহাঙ্গীর কবীর, এজ্জাজ হোসেন কাজল, লিমা আক্তার, শারমিন আক্তার, এমদাদ উদ্দিন সবুুজ, চন্দ্রা রানী সরকার।
আগামী ৯ ডিসেন্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৪ উদযাপনে প্রস্তুতি, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন, নন বাজেটরী সভায় উপস্থিত হার, বিগত ১৪ মাস চাঁদা পরিশোেেধ ব্যার্থ সদস্যের তালিকা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম “তথ্য অধিকার আইন-২০০৯ ক ফর্মে” গত ৯ অক্টোবর ২টি লিখিত আবেদনের আংশিক ও বিভ্রান্ত মূলক তথ্য প্রদানের পরিপ্রেক্ষিতে ২০ নভেন্বর “গ” ফর্মে উপ-পরিচালক বরাবর বিষয়টি আপিল করা হয়েছে। উক্ত তথ্য গোপনের রহস্য ও দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।