করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পূর্ব খয়রত গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল ওয়াহাব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর ৫টায় কিডনী, ডায়বেটিস রোগজনিত দীর্ঘদিন অসুস্থতায় ভোগে তার কিশোরগঞ্জের বাসায় মারা যান।
আব্দুল ওয়াহাব খন্দকার করিমগঞ্জ উপজেলার পূর্ব খয়রত গ্রামের মৃত মো: আলী খন্দকারের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ আসর নিজ গ্রামে খন্দকার বাড়ি জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।