প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে এলাকায়। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রæতি দিচ্ছেন প্রার্থীরা। ১ম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। তাই প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক-এ প্রত্যাশা ভোটারদের। প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহŸানও জানান তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পাকুন্দিয়া উপজেলায়ও জমে উঠেছে ভোটের লড়াই। এ উপজেলায় আওয়ামী লীগের ৪ জন ও বিএনপি মনা একজন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ কারী এমদাদুল হক জুটুন, সাবেক এমপি এড সামছুল হক গোলাপ মিয়া ছেলে একে এম দিদারুল হক দিদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মকবুল হোসেন। চেয়ারম্যান পদে দুই জনের মধ্যেই ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল, এমদাদুল হক জুটুন আনারস প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করছেন। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। যারা নির্বাচন করছেন তারা হলেন আতাউর রহমান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন মোছাঃ ললিতা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।