এই দিনের ছড়া
মুক্তিযুদ্ধ ’৭১
সুবীর বসাক
একাত্তরের মুক্তিযুদ্ধে
লক্ষ দামাল ছেলে
ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে যাবার
ডাকটি যখন পেলে।
স্বদেশভূমে যখন এসে
শকুনি দেয় হানা
রক্ত ওঠে টগবগিয়ে
কেউ শোনেনি মানা।
অস্ত্র হাতে নামলো পথে
মনেতে নেই ভয়
‘বিচ্ছু’দের কাছে শত্রু
মানলো পারজয়।
নয় মাসের যুদ্ধ শেষে
ফিরলো মায়ের বুকে
একটিমাত্র স্লোগান তখন
সবার মুখে মুখে।