প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদ্রাসা ছাত্র মো. শাহীন (৮)। শাহীন কিরাটন মাইজপাড়া গ্রামের মো. আবু বাক্কারের ছেলে। গত ৪ ডিসেম্বর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
এব্যাপারে গতকাল রবিবার (৮ ডিসেম্বর) তার দাদা কিরাটন মাইজপাড়া গ্রামের মো. গোলাপ মিয়া করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, তার নাতিন মো. শাহীন করিমগঞ্জ উপজেলার কিরাটন মাইজপাড়া গ্রামে হাজী ওমর আলী হাফিজিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করে।
গত বুধবার সকাল সাড়ে ১১টার সময় তার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁিজর পরও তাকে না পেয়ে করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
বাড়ি থেকে বের হওয়ার সময় মাদ্রাসা ছাত্র শাহীনের পড়নে ছিল লাল রংয়ের শার্ট, কালো রংয়ের ফুল প্যান্ট ও হলুদ রংয়ের জ্যাকেট। তার উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা।