স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর : কুলিয়ারচরে ‘পৌর টি.ভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪, সিজন-১’ এর ফাইনাল খেলা মাঠে বসে উপভোগ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)। শত শনিবার বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মো. শরীফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম,
এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক আব্দুল কাইয়ুম, কুলিয়ারচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারকুল ইসলাম ফারুক, কুলিয়ারচর উপজেলা যুবদলের আহŸায়ক ও সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন লিটন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ও সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম সুমন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুলিয়ারচর উপজেলা শাখার সমন্বয়ক ফয়সাল আহমেদ রাজিব। ফাইনাল খেলায় কুলিয়ারচর পৌর ১নং ওয়ার্ড বড়খারচর আদর্শ ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন ৯নং ওয়ার্ড পালটিয়া স্পোর্টস ফাইটার্স।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।