এফএনএস বিনোদন: ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের প্রেম নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে বলিউডে। যদিও বিয়ের জন্য কখনওই সম্মত হননি সালমান। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পরিবারিক জমায়েত, সব জায়গায় সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা যায় ইউলিয়াকে।
এ বার ইউলিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন সালমান। প্রায় ষাটের দোড়গোড়ায় পৌঁছে কি প্রেমে সিলমোহর দিলেন ভাইজান! জীবনে প্রেম এসেছে একাধিকবার। কিন্তু ঘর বাঁধা হয়নি সালমানের। এ দিকে বয়স প্রায় ৫৯। স¤প্রতি ইউলিয়ার বাবা-মার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেতা।
সময় কাটালেন ইউলিয়ার পরিবারের সঙ্গে। ২০১৬ সালে ক্যাটরিনা কইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর নাকি সম্পর্কে ছিলেন তারা। খান বাড়িতে এক সময় থাকতেন এই বিদেশিনী।
অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না, তেমন কিছু হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছে। সালমান বার বার স্বীকার করেছেন তিনি আর বিয়ে করতে চান না। কিন্তু এ বার কি নিজের কথাই রাখতে পারলেন না সালমান!
নতুন কিছু ভাবছেন তিনি? গত শনিবার ছিল ইউলিয়ার বাবার জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে ইউলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন বাবা। তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ। একসঙ্গে দুই হিরো।’ এক হিরো তার বাবা অন্যজন সালমান। ইউলিয়া এবং তার পরিবারের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা দেখে আশায় বুক বেঁধেছেন সালমান ভক্তরা।