প্রতিনিধি ভৈরব, আলামিন টিটু : ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রেদুয়ান আহমেদ রাফি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর আহমেদ সৈকত প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা শেষে ৫টি ক্যটাগরিতে নির্বাচিত জয়িতাদের হাতে সনদসহ সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ। তারা হলেন- অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী নারী ছাবেরা খানম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শান্তা বেগম, সফল জননী সেলিনা মজিদ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ববিতা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আফসানা নাজনীন।