প্রতিনিধি তাড়াইল, রুহুল আমিন : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ ¯েøাগানকে সামনে রেখে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গতকাল সোমবার এসব কর্মস‚চির আয়োজন করে। সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদের সামনে পতাকা উত্তোলন, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বক্কর সিদ্দিকী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্তরায়। তাই প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতিবাজ ব্যক্তি দেশের শক্র। তাকে বোঝাতে হবে যে, সে খারাপ কাজ করছে।