প্রতিনিধি তাড়াইল, রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরীর নানা অপকর্ম, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সকল শ্রেণি-পেশার মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার তালজাঙ্গা বাজার খেলার মাঠের সামনের সড়কে প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে ব্যানার হাতে সাবেক শিক্ষার্থী-অভিভাবক, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জড়ো হয়ে এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক কাঞ্চন, ফিরোজ খান লিটন, মাখদুম সাত্তার রুবেল, জুয়েল পাশা, শরীফ ভুঁইয়া, আশিকুর রহমান আশিক, সৌকত হোসেন বিপ্লব, কিরণ ভুঁইয়া, সিরাজুল ইসলাম রুবেল, আসাদুল্লাহ, ফখরুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশপাশের সকল সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরী ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে ¯েøাগান দিতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে তালজাঙ্গার রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরীর ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী জানান, গত ২৮ নভেম্বর বিদ্যালয়ের অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর স্বাক্ষরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকী দুজন হলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আসফিয়ার আহমেদ সাগর।