প্রতিনিধি, কুলিয়ারচর : অসুস্থতার খবর পেয়ে ৪০ বছরের অধিক সময় থাকা কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিনকে দেখতে তার বাড়িতে গেলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)।
গত ৮ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে যান শরীফুল আলম।
অসুস্থ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার জানান, টানা ৪০ বছর যাবত কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তার স্বামী।
কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তার স্বামীর দুটি পা কাটতে হয়েছে। অসুস্থতার খবর পেয়ে তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিনকে দেখতে আসেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। তিনি বলেন, রাজনীতিটা আসলে এমনই হওয়া উচিত। তিনি বিএনপির নেতা মো. শরীফুল আলমকে একজন মানবিক নেতা হিসেবে আখ্যায়িত করেন।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাজী শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানাসহ বিএনপির নেতাকর্মী।