স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গতকাল সোমবার(৯ ডিসেম্বর) সকালে ভৈরব উপজেলার বাউশমারা গ্রামের বাউশমারা-শিমূলকান্দি ব্রিজ সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো. শুকুর মিয়ার(৪২) বাড়ি একই উপজেলার শ্রীনগর গ্রামে। পরে তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার এবং জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ডিবির এসআই মো. তাহসান হাবীব তালিম এই অভিযানে নেতৃত্ব দেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।