প্রতিনিধি ইটনা, মো. তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ইটনা উপজেলা ও ইটনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ইটনা সরকারি কলেজ গেইটের সামনে ইটনা কলেজ শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, সদস্য-সচিব রকিব মিয়া নেতৃত্ব দেন।
আওয়ামী সরকারের আমলে গুমের স্বীকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের স্বীকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কলেজ ছাত্রদলের সদস্য ভাবনপাল, উপজেলা ছাত্রদল এর যুগ্ম-আহŸায়ক রোমন, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিসান, ছাত্রদল নেতা মাছুম, নাহিদ, দিদার সহ কলেজ ছাত্র শাখার আরও অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।