গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণি বনাম বাংলা বিভাগের মধ্যে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় একাদশ শ্রেণি ট্রাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে।
টুর্নামেন্টের আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন, নাজমুল হুদা, আক্তার হোসেন, জাকিয়া ফেরদৌসী ও সহকারী অধ্যাপক মোনায়েম চৌধুরী।