ভ্রাম্যমাণ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রকিবুল হাসান শিবলীকে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাজিতপুরে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলায় অনেক ছাত্র-ছাত্রী আহত হন, আহত ব্যক্তিদের মধ্যে তানজিম হাসান নামে একজন ছাত্রনেতা রয়েছে।
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে গত ২০২৩-২০২৪ অর্থবছরের কাজ না করেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাজিতপুর উপজেলা পরিষদের কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
যা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেছেন অভিযোগ কারী ব্যক্তিরা। তাকে বুধবার বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাসার।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, রাকিবুল হাসান শিবলীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, সবকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় আদালত জামিন না মঞ্জুর করে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।