পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পিপিইপিপি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন এর আওতায় কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম এই তিন উপজেলার মোট ১৪ ইউনিয়নের পিভিসি, সামাজিক উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী ফোরামে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল লিফলেট বিতরণ, মাইকিং ও র্যালী।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল ইসলাম কারিগরি কর্মকর্তা, কমিনিউটি মবিলাইজেশন মোঃ নুর ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা জীবিকায়ন, মো: সালাহ্ উদ্দীন, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রীতিকা আক্তার সিনএইচপি গোপদিঘী ইউনিয়নের পিভিসি, সামাজিক উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী ফোরামে নারী পুরুষসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন মোট ৭৫ জন।
উক্ত ক্যাম্পিং এ সিদ্ধান্ত হয় যে, নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, বদ্ধ স্থানে থাকা পানি যাতে বেশিদিন না থাকে সেদিকে লক্ষ্য রাখা, মশার কামড় থেকে রক্ষা পেতে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানো এবং মশার কামড়ে আক্রান্ত রোগীকে দ্রæত হাসপাতালে প্রেরণ করা। প্রেস বিজ্ঞপ্তি।