প্রতিনিধি অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের হাওর থেকে মাটি পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মাটি পাচারের অপরাধে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাস্তুল ইউনিয়নের মান্দার বিল হাওর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার মৈশারের বাসিন্দা অলি মিয়ার ছেলে সোহরাব মিয়া (৩৩), বাজিতপুর উপজেলার হুমাইপুরের বাসিন্দা আ. রাজ্জাকের ছেলে এনাম মিয়া (৩৩), লৌহগাঁওয়ের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩২), কৈলাগের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে মোস্তাকিম (১৭) ও একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে শান্ত মিয়া (১৫)। এসময় মাটি পাচারের কাজে ব্যবহৃত ১টি বাল্ক হেড, ২টি ভেকু ও ৫ টি ট্রলি ট্রাক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত আসামিরা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) তৎসহ ৪৩১ প্যানাল কোড-১৮৬০ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।