এই দিনের ছড়া
তেলের তেলেসমাতি
সুবীর বসাক
বাজার থেকে তেলের বোতল
হঠাৎ হলো হাওয়া
দোকানে নেই গুদামেও নেই
যায় না খুঁজে পাওয়া।
তেল দেখালো তেলেসমাতি
লুকোয় সে যে গর্তে
আড়াল থেকে বাহির হবে
শুধু যে এক শর্তে।
শর্ত হলো- লিটার প্রতি
বাড়াতে চায় মূল্য
কারসাজিতে কিছু তো নেই
তেলের সমতুল্য।
দাম বাড়লো যখন থেকে
তেলের অভাব হয় না
লক্ষ-কোটি টাকার খেলা
খবর তো কেউ লয় না।