এফএনএস বিনোদন: প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রুবেল। রায়হান রাফী পরিচালিত ‘বø্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র কথা।
আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘ব্ল্যাক মানি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গতে স্ট্রিমিং হবে। ১ মিনিট ২৯ সেকেন্ডের সেই ফার্স্ট লুকে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে একেবারে নতুনরূপে দেখা গেছে।
ফার্স্ট লুকে পরিচালক রায়হান রাফী জানান দিয়েছেন, কালোটাকার দাপটের গল্প ‘ব্ল্যাক মানি’ সিরিজে উঠে এসেছে। গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই।
এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ‘বø্যাক মানি’। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘বø্যাক মানি’ সিরিজের ফার্স্ট লুকে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও গø্যামারাস লুকে দেখা গেছে পূজা চেরীকে। ফার্স্টলুক ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লেখে, ‘কালোটাকা, বড় বড় ফাঁদ।’
‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ ‘তুফান’ বানিয়ে আলোচনায় পরিচালক রায়হান রাফী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’, ‘নিঃশ্বাস’-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার রাফী নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশের পর অনেকে রুবেলের উপস্থিতির প্রশংসা করছেন।
চিত্রনায়ক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ‘বø্যাক মানি’র কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করেছেন।’
রুবেল ছাড়াও এই সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। ‘ব্ল্যাক মানি’ সিরিজের নামকরণের বিষয়ে রাফী বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেক দিন ধরেই শুনছি কালোটাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কাজ অনেক দিন হলো কাজ করা ইচ্ছে ছিল।
এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কনটেন্ট দিয়েই শুরু করি। এ ছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি। যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারছেন।’ ছয় পর্বের এই ওয়েব সিরিজের প্রচার শিগগিরই শুরু হবে।