কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ নাঈমুজ্জামান নাঈম : কিশোরগঞ্জের কুলিয়ারচরে চেতনা-পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাম-পে লিমিটেড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জুন য়েং, আশা ইন্টারন্যাশনাল এর সাবেক চীফ অপারেটিং অফিসার মোঃ এনামুল হক, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসিফুল হক সজীব।
এসময় আরো উপস্থিত ছিলেন চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদল, কুলিয়ারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রকৌশলী মো. হামিদুল হক,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা কুলিয়ারচর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আজহারুল ইসলাম, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান,
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. সবুজ মিয়া ও ব্যবসায়ী পলি আহম্মেদ, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা কমিটির সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ প্রান্তিক এলাকার ঋণগ্রহিতাগণ।
উক্ত সংস্থা কর্তৃক জানা যায়, উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ২০ জন ঋণ গ্রহিতার প্রত্যেকে ২০ হাজার টাকা করে ঋণ প্রদানের মাধ্যমে চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এই সংস্থা কর্তৃক সারাদেশে এ্যাপসের মাধ্যমে অনলাইনে ঋণ প্রদানের কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।