স্টাফ রিপোর্টার, বাজিতপুর, হোসেন মাহবুব কামাল : কিশোরগঞ্জের বাজিতপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযুদ্ধের প্রজন্মদের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভারতের আগরতলা উপ-হাই কমিশনে আক্রমণ সহ ভারতের বিভিন্ন স্থানে শুভেন্দু অধিকারী সহ উগ্র মৌলবাদী গোষ্ঠিগুলো বাংলাদেশের একটি ফ্যাসিস্ট পতিত দলের হয়ে ন্যাক্কারজনক ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা করছে।
সেই সাথে স্বাধীন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভারতীয় গণ মাধ্যমে মিথ্যাচার ও স্বাধীন বাংলাদেশর পতাকা অবমানিত করার তব্র্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, মোঃ হাফিজ উদ্দীন আহমেদ মাসুক,, মুক্তিযোদ্ধা প্রজন্মদের মধ্যে ইফতেখার হায়দার ইফতি, আনিসুর রহমান খোকন, মোঃ মোশারফ হোসেন প্রমুখ।