এই দিনের ছড়া
তেল সমাচার
সুবীর বসাক
(এক)
তেল দেখালো কাণ্ড তেলেসমাতি
বাজার থেকে উধাও রাতারাতি
পাই না খুঁজে তাকে
দেয় না সাড়া ডাকে
বোতল নিয়ে খুঁজছি আঁতিপাঁতি।
(দুই)
তেল ছাড়া চলে না তো দিন
কিনো তেল হয় হোক ঋণ
লাগে তেল কী কী কাজে
ভালো জানে তেলবাজে
তার কাছে সব জেনে নিন।