স্টাফ রিপোর্টার: ২৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে ভৈরব র্যাব। র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল শুক্রবার সকালে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের নূর মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের আবুল হোসেন (৪০)।
গোপনসূত্রে খবর পেয়ে উক্ত অভিযানিক দল ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া নাটালের মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় তাদেরকে আটক এবং তাদের দখলে থাকা ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।